নরসিংদী পবিস - ১ এ SCADA Pilot Project কার্যক্রম বাস্তবায়ন
- উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে অটোমেশন যোগ করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ Supervisory Control and Data Acquisition (SCADA) প্রকল্পের পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে।
- বর্তমানে অত্র সমিতির গদাইরচর ইনডোর সাবস্টেশন SCADA প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।
- নরসিংদী পবিস-১ এর সদর দপ্তরে SCADA এর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে গদাইরচর ইনডোর সাবস্টেশনের সবকয়টি চালু ফিডার অপারেট করা সম্ভব হচ্ছে।
- এছাড়াও বাপবিবোর্ডে SCADA এর আরেকটি ওয়ার্ক স্টেশন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে SCADA কার্যক্রম মনিটর করা সম্ভব হবে।
নরসিংদী পবিস-১ এর বিতরণ লাইনে Fault Passage Indicator স্থাপন
- বিদ্যুৎ বিতরণ লাইনের অনেক বড় চ্যালেঞ্জ হল লাইন ফল্ট ডিটেক্ট করা। বিভিন্ন কারণে যেমন ঝড়-বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের কারণে লাইন ফল্ট হলে এই ফল্টের সুনির্দিষ্ট স্থান নির্ণয়ে অনেক সময় ব্যয় হয়।
- বিতরণ লাইনের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নরসিংদী পবিস-১ এর বিতরণ লাইনে ২৬ টি FPI-Fault Passage Indicator স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে FPI স্থাপনকৃত লাইনের কোন অংশে ফল্ট হয়েছে তা নিরুপন করা অনেক সহজ হয়েছে।
- FPI এর মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির মোবাইলে SMS এর মাধ্যমে কোন ফল্টের লোকেশন বলে দেওয়া সম্ভব।