Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

*** নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন। ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

নরসিংদী পবিস - ১ এ SCADA Pilot Project কার্যক্রম বাস্তবায়ন

  • উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে অটোমেশন যোগ করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ Supervisory Control and Data Acquisition (SCADA) প্রকল্পের পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে।
  • বর্তমানে অত্র সমিতির গদাইরচর ইনডোর সাবস্টেশন SCADA প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।
  • নরসিংদী পবিস-১ এর সদর দপ্তরে SCADA এর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে গদাইরচর ইনডোর সাবস্টেশনের সবকয়টি চালু ফিডার অপারেট করা সম্ভব হচ্ছে।
  • এছাড়াও বাপবিবোর্ডে SCADA এর আরেকটি ওয়ার্ক স্টেশন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে SCADA কার্যক্রম মনিটর করা সম্ভব হবে। 

নরসিংদী পবিস-১ এর বিতরণ লাইনে Fault Passage Indicator স্থাপন

  • বিদ্যুৎ বিতরণ লাইনের অনেক বড় চ্যালেঞ্জ হল লাইন ফল্ট ডিটেক্ট করা। বিভিন্ন কারণে যেমন ঝড়-বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের কারণে লাইন ফল্ট হলে এই ফল্টের সুনির্দিষ্ট স্থান নির্ণয়ে অনেক সময় ব্যয় হয়।
  • বিতরণ লাইনের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নরসিংদী পবিস-১ এর বিতরণ লাইনে ২৬ টি FPI-Fault Passage Indicator স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে FPI স্থাপনকৃত লাইনের কোন অংশে ফল্ট হয়েছে তা নিরুপন করা অনেক সহজ হয়েছে।
  • FPI এর মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির মোবাইলে SMS এর মাধ্যমে কোন ফল্টের লোকেশন বলে দেওয়া সম্ভব।